ব্যবসায়ীরা বেশি মিথ্যা কেন বলে?

ব্যবসা করবেন আর দুই-একটা মিথ্যা কথা বলবেন না তা কী করে হয়? তাহলে কি এইটাই ব্যবসার নিয়ম?

ব্যবসা করতে হলে আপনাকে প্রতিদিন নানান রকম মানুষের সাথে কথা বলতে হবে। হতে পারে তারা আপনার গ্রাহক কিংবা আপনার কর্মচারী। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যবসায়ীদের মিথ্যা কথা বলার অভ্যাস থাকে গ্রাহকদের সাথেই। গ্রাহকরা পণ্যের মান সম্পর্কে প্রশ্ন করলে এমন খুব কম ব্যবসায়ী আছে যে প্রকৃত তথ্য দিবে। সবাই নিজের পণ্যকে ভালো দাবি করবে আদৌ সেটা ভালো হোক আর খারাপ হোক। পণ্যের দাম জিজ্ঞেস করলে বলে একদম বিনা লাভে বিক্রি করে দিচ্ছে। অথচ সে ঐ পণ্যে ভালো পরিমাণে লাভ করছে৷ তার উপর পণ্য কিনার পর যদি কোনো পণ্যে সমস্যা পাওয়া যায় নানা মিথ্যা কথা বলে তাদের ভোগান্তিতে ফেলা একজন ব্যবসায়ীর নিত্যদিনের কাজ। এগুলোকে কী গ্রাহকদের সাথে প্রতারণা বলবেন না আপনি?

কাপড় ব্যবসায়ী ও ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ীদের মিথ্যা কথার ঢল দেখলে অবাক হওয়া ছাড়া উপায় নেই। আমার তো মনে হয় তাদের ব্যবসাটা ঠিকে মিথ্যা কথার উপর ভর করে। প্রতিটি পণ্য বিক্রির সময় তাদের মিথ্যা কথা বলা লাগবেই। একজন বোকা-সোকা মানুষ, যে দরদাম করতে জানে না সে যদি মার্কেটে যায় সে তো পুরো লোপাট হয়ে আসবে। অথচ এরা আবার অনেকে নিজেকে ধার্মিক করে, মাথায় টুপি পড়ে কিংবা তুলসীর মালা পড়ে ও অনর্গল মিথ্যা কথা বলে। গ্রাহক পটানোর বেলায় কোথায় যায় এদের ধার্মিকতা?

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন