মেয়েদের পছন্দ গাঞ্জাখোর – কতটা সত্য?

আমরা যারা একটু তরুণ আছি, কোনো প্রকার ভালোবাসার সম্পর্ক হতে নিজেদের সুরক্ষিত রেখেছি আমাদের মধ্যে তীব্র একটা বিশ্বাস কাজ করে মেয়েরা কখনো ভালো ছেলেদের পেছনে পড়ে না। সব যায় অলি-গলির বখাটেদের পেছনে। কথাটা কিন্তু সত্য!

আমি সাধারণত এই ধরনের অযাচিত ও আপেক্ষিক বিষয় নিয়ে ভিডিও কিংবা লেখালেখি করি না। চারপাশে ও সোশ্যাল মিডিয়াতে বিষয়টি যেভাবে ভয়ংকর রুপ নিয়েছে তাই লিখতে বাধ্য হলাম। আমি এখানে শুধুমাত্রই আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরবো। বাস্তবতা ভিন্ন হলেও হতে পারে।

মেয়েরা আজকাল দেখা যাচ্ছে ক্লাস ৫-৬ এ থাকাকালীনই ‘BF’ আছে তাদের এরকম বলে প্রচার করতে থাকে। এটা বড্ড ভয়ংকর বিষয়। এটা নির্দেশ করে বাচ্চারা কিভাবে তাদের নৈতিকতার পথ থেকে সরে যাচ্ছে। তো এই ‘BF’ তারা রাখে দুই কারণে। এক হয় ওই ভালোলাগা। দুই সবার আছে আমারও থাকতে হবে নাহলে সবার সামনে ভাব বাড়বে কিভাবে? যেহেতু তাদের বয়স অল্প কার কী গুণ বা দোষ তা বিচার করার মতো বিবেক এখনো তাদের মধ্যে তৈরি হয়নি। তারা দেখে তাদের আশেপাশে সমবয়সী বা কে একটু স্মার্ট। এখানে স্মার্ট বলতে কী বোঝাচ্ছি? যারা ফ্যাশন করে, চলাফেরায় অনেক কিছু হয়ে গিয়েছে এমন জনের দিকে আকর্ষিত হয়। আর তাদের সমবয়সী ভালো ছেলেরা সাধারণত এ বয়সে একটু সহজ সরল থাকে, তথাকথিত স্মার্ট হয়না। এইতো নজর তাদের দিকে পড়বে কেন?

ভালো কথা এইসব ভালো ছেলেরা এই বয়সে এগুলো রাখতে কিংবা ভাবতেও ভয় পায়। কিন্তু সময় যত যায় দেখা যায় তথাকথিত স্মার্টরা হয়ে যায় বর্তমানের বখাটে, ব্যর্থ আর তখনকার হাবা-গোবা, ক্ষ্যাতরা জীবনে একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছে। এই বিষয়টা মেয়েরা বড় হওয়ার পর একটা সময় উপলব্ধি করতে পারে কিন্তু হয়তো তখন তাদের বেশি কিছু করার থাকেনা।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন