সেলফিতে আপনি কেমন?

আজকাল বাচ্চা ছেলে-মেয়েদের সেলফি তোলার মুখভঙ্গি দেখলে মনে হয় এরাই সমাজে থাকুক আর আমরা না হয় জঙ্গলে চলে যায়।

ফ্রন্টক্যামেরা যুক্ত মোবাইল এখন কচি কচি ছেলে-মেয়েদের হাতে চলে আসায় সেগুলো যথেচ্ছা ব্যবহার তারা করছে। কেউবা আসক্ত হয়ে পড়ছে গেমিংএ, কেউ সেলফি তোলাতে আবার কারও কারও তো স্ক্রিনশট ভাইরাল হচ্ছে। তো এসব খুকু-সোনামণিরা নায়ক-নায়িকাদের নকল করার চেষ্টা করে বিভিন্ন মুখভঙ্গি করার চেষ্টা করে শেষমেশ এদের ছাপড়ি বা বখাটে ছাড়া আর কিছুই লাগে না।

আরে বোকার দল, শিশু বয়সে সৃষ্টিকর্তা তোমাদের চেহারাকে এতোটা মলিন ও সৌন্দর্যে ভরিয়ে দেয় তা প্রকাশ করার জন্য বিশেষ মুখোভঙ্গির প্রয়োজন পড়ে না। সরলতাই সর্বোত্তম বৈশিষ্ট্য। কিন্তু বাচ্চা বয়স থেকেই নাটক-সিনেমা ও পার্শ্বসংস্কৃতি এদের এমনভাবে আঁকড়ে ধরেছে এরকম মুখভঙ্গি ছবি তোলার সময় না করলে মনে হয় এরা ভিন গ্রহের প্রাণী। আমি মনে করি একটা মানুষের একটু সুন্দর হাসিই তার ছবিকে অত্যন্ত সুন্দর করে তোলে। বিশেষ মুখভঙ্গি বা ফিল্টারের প্রয়োজন নেই। আবার অনেককেই আজকাল বিশেষ অঙ্গভঙ্গিও করতে দেখা যায়। এগুলো নির্দেশ করে শিশুরা আর সুন্দর নেই। এই দায় আমাদের নয় কি?

ট্যাগ:
এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন