বকশিস দিলেই কেন শুধু কাজ হয়?

বাংলাদেশে আপনি যেখানেই যান আপনার কোনো কাজ সম্পন্ন করতে হলে বকশিস আপনাকে দিতেই হবে। এখন আপনি খুশি হয়েই দেন আর না হয়েই দেন দিতে আপনাকে হবেই।

বকশিস কথাটার আক্ষরিক অর্থ যদিও আপনার জন্য কেউ কাজ করলে তার কাজে আপনি সন্তুষ্ট হয়ে অর্থ দেওয়া বুঝালেও বাংলাদেশে এই শব্দের রুপ ও অর্থ সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছে। সরকারি অফিস থেকে শুরু করে বাস স্ট্যান্ড সব জায়গায় এখন বকশিস লাগবে। সরকারি অফিসে আপনার কোনো ফাইল অ্যাপ্রুভ কিংবা ডকুমেন্ট তৈরি যেকোনো কিছুতে কর্মকর্তাদের টেবিলের নিচ দিয়ে দিতে হয় বকশিস। বকশিস না দিলে আপনার ফাইল “আজ নয় কাল” ফর্মুলায় ঘুরতেই থাকবে। এই অভিযোগ শুধু আমার নয়, দেশের কোটি কোটি মানুষের। আর অভিযোগটাও আজকের নয়। বহু আগে থেকেই সরকারি অফিস চোর বাটপারে ভরে গিয়েছে। আজকাল বাসের টিকেট কাটতে গেলেও কাউন্টারে বকশিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। বিশেষ করে ঈদ মৌসুমে এই ঘটনাগুলো বেশি ঘটে থাকে। আপনি বকশিস না দিলে টিকেট পাবেন না।

কথা হলো আপনি প্রতিবাদ করবেন? ভোক্তা অধিকার কিংবা দুদককে জানাবেন? কতজনের নামে জানাবেন, কতজনের বিরুদ্ধে লড়বেন। শেষমেশ দেখা যাবে, সব বকশিস পার্টি একত্র হয়ে আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে কোনো মামলায়। সরকারি অফিসের পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত বেশিরভাগই বকশিস পার্টির সদস্য। আর আমরা জনসাধারণ এই পার্টির দাতা।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন