মাগনা কিছু হয় না!

কোনো শুভ দিন বা বছরে শেষ দিনে দেখবেন একদল লোক আপনাকে শুভেচ্ছা বার্তা পাঠাবে আর বলবে আমি তোমাকে গিফট পাঠিয়েছি নিচের লিংক এ ক্লিক করে দেখে নেও। ভুলেও করবেন না এই ভুল। কিন্তু কেন? তাই জানাবো আজকের এই আর্টিকেলে।

যেই মানুষ সারা বছর আপনার কোনো খোঁজ খবর রাখে নাই আজ হ্ঠাৎ তার আপনার প্রতি এতটাই দরদ উতলে উঠল যে সে আপনাকে গিফট পাঠালো? আসলে তা নয়। বরং সেও এরকম কোনো গিফট লিংক এ ক্লিক করেছিল এবং তার মোবাইলে অটো ইন্সটল হয়ে যায় হিডেন স্ক্রিপেটড অ্যাপ যা আপনাকে এই স্প্যাম ম্যাসেজ পাঠাচ্ছে। আর এই অ্যাপস শুধু মেসেজই পাঠায় না এগুলো আপনার সকল ডাটা হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়।

দেখবেন আপনি যতই ইগনোর করার চেষ্টা করেন না কেন কিছু দিন পর পরই এই ম্যাসেজ আপনার কাছে আসছে। তাই এটার একটাই সমাধান। ব্লক!

সবশেষে বলবো টাকার লোভে পড়ে কিংবা কোনো কিছুর আশায় এই ধরনের লিংক এ ক্লিক করবেন না। মোবাইল কিংবা কম্পিউটার এর মধ্যে থাকা সব কিছু হারাবেন। কিছুই ফেরত আনতে পারবেন না আর।

ট্যাগ:
এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন