শিক্ষকতা: ব্যবসার এক নতুন ক্যাটেগরি

আপনাকে যদি বলা হয় একজন শিক্ষকের কথা মাথায় আনতে প্রথমেই আপনার মস্তিস্ক বলবে সে হবে সমাজের সবচেয়ে সৎ ব্যক্তি

তার আদর্শ ছাত্র-ছাত্রীদের জন্য উদাহরণ হবে। কিন্তু ভাই বাস্তবতা এখন অনেক বদলে গিয়েছে। শিক্ষকরাও এখন ব্যবসায়ীদের মতো মিথ্যা ও কপোটতার আশ্রয় নেয়। কিভাবে? তা জানাবো আজকের আর্টিকেলে।

এখনকার দিনে শিক্ষকরা ক্লাসে পড়ানোর থেকে তার স্কুলের ছাত্রদের কিভাবে বাসায় কোচিং এ আনা যায় সে নিয়ে বেশি ভাবনায় পড়ে থাকে। ক্লাসে দুর্বল শিক্ষার্থীদের হেনস্তা করতে থাকে যাতে তার কাছে প্রাইভেটে আসে। ক্লাসে পড়ানোর নামে গল্প করে ও দায়সারাভাবে ক্লাসের সময় অতিবাহিত করে চলে যায়। এরা কি আদৌ শিক্ষক পদমর্যাদার দাবিদার?

হ্যাঁ আমি মানছি বাংলাদেশে শিক্ষকদের বেতন কম। তাই বলে আপনি পেশার পদমর্যাদা ভুলে টাকার বান্ডেলের দিকে ছুটে যাবেন? এতই যদি টাকার গন্ধ ভালো লাগে তাহলে জেনে বুঝে এই পেশায় কেন এসেছেন? কেন নষ্ট করছেন পেশার মর্যাদা?

আমাদের ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরাই শিক্ষকদের এই রকম অধপতনের পেছনে অনেক বড় ভূমিকা পালন করেছে। আমি ঢাকার কিছু অভিভাবকের চিন্তা-ভাবনা যদি তুলে ধরি তারা মনে করে ক্লাসের শিক্ষকের কাছে না পড়লে পাশ করা যায় না। আরে আপনার সন্তান যদি পড়ালেখা না করে তাহলে কেউ তাকে পাশ করাতে পারবে যদি না তাকে পরীক্ষার প্রশ্ন ধরিয়ে দেওয়া হয়। এবং অনেক শিক্ষক আজকাল সাজেশনের নামে এই কাজও করছে।এতে তার সুনাম বাড়ে অভিভাবকদের মধ্যে যে তার সাজেশন কমন পড়ে।

কোথায় এসে পড়েছি আমরা? পড়ালেখা করছি কি শুধু পাশ করার জন্য? জানিনা , কি আর বলবো। এবং সময় যত যাচ্ছে এই বিষয়গুলো আরো প্রকট হয়ে যাচ্ছে ও বৃদ্ধি পাচ্ছে।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন