আমাদের এতো চাহিদা কেন?

আপনি কিংবা আমি শুধুই চাই কখন যে বড়লোক হবো। আরো ভালো খাবার খাবো, আরো বড় বাড়িতে থাকবো। এরজন্য সারাজীবন ছুটে চলি। কিন্তু জীবনটা কি আসলেই এতো জটিল?

আমাদের আরো পাবার চাহিদা আমাদেরকে বাধ্য করে আরো টাকার পেছনে ছুটতে। আবার অনেককে বিপথে যেতেও এই চাহিদাই বাধ্য করে। কিন্তু কখনো কী আমরা এটা ভাবিনা যে আজ আমরা যে অবস্থানে আছি আসলেই সেটা খারাপ অবস্থান কি না। আপনি আফ্রিকার মানুষগুলোর জীবনযাপন দেখুন। তাদের জীবনযাপন, পোশাক বা বাড়িঘর দেখলে আপনি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করবেন। ইট দিয়ে কোনো মতে দাঁড় করানো এক চালা বাড়ি তাদের। আবার কারও কারও তো সেটাও নেই। মাটির টিলার উপর ছনের তৈরি বাড়ি। নেই কোনো বিদ্যুৎ সংযোগ কিংবা পানির লাইন। পাকা রান্নাঘরও অনেকের জুটে নি। তবুও তারা আমাদের মতো ছুটে চলে না। তাদের চাহিদা সীমিত, অন্তত দুইবেলা খাবার হলেই চলে যাবে। এদের বেশিরভাগই কৃষি কাজের সাথে জড়িত।

আমাদের দেশে ছোট বয়স থেকেই সন্তানদের উপর চাহিদার চাপ দেয় আমাদের পিতামাতারা। তারা কোনো কিছু শিখুক বা জানুক নাই কেন পরীক্ষায় পাশ করে পরের শ্রেণিতে উঠতেই হবে। এভাবে শিক্ষাজীবন শেষ হলে শুরু হয় চাকরির চাপ। বেকার ছেলেকে কেউ উৎসাহ দেয় না ব্যবসা করে নিজের কর্মসংস্থান নিজেই গড়তে। সবাই চায় সে চাকরি করে চাকর হোক। ভালো কথা চাকর হওয়া খারাপ জিনিস নয়। কিন্তু এরপর শুরু হয় আরো টাকা কামাতে হবে। তখন অনেকে এই চাহিদা পূরণ করতে গিয়ে চলে যায় অনৈতিক পথে। জীবনকে জটিল থেকে জটিলতর করে ফেলে। আসলেই কি এত সুখ, এত চাহিদা জীবনকে সুন্দর করে তোলবে?

ট্যাগ:
এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন