আপনি কিসে বিশ্বাসী: প্রতিবাদ না প্রতিশোধ?

আপনার সাথে ধরুন কেউ অন্যায় করলো, আপনি তার সাথে জবাবে কি করবেন? ওখানেই দুই চারটা কর্কশ স্বরে কটু কথা শুনিয়ে দেবেন না এক ঘুষি মেরে বসবেন?

দুইটাই বিপদজনক আপনার জন্য। অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবাদ কিংবা প্রতিশোধ উভয়ই আপনার হিতের বিপরীতে যাবে। এখানে অনেকগুলো বিষয় নির্ভর করে। মনে রাখবেন, বিপদে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়।

ধরেন আপনি তার উপর প্রতিশোধ নিতে গেলেন। এর মানে ইচ্ছাকৃতভাবে আপনি তাকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করবেন। এতে অনেকাংশে সম্ভাবনা থাকবে ব্যক্তিটি মারাও যেতে পারে। তখন তো আপনার উপর হত্যা মামলা লেগে যাবে। সেই কথা ভেবে দেখেছেন কি? জীবনে একবার জেলখাটা আসামি হয়ে গেলে আর সমাজ আপনাকে সাদরে গ্রহণ করবে না। এমনকি আপনার বউ-বাচ্চারাও আপনাকে ভয় পাবে। আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। সমাজটা বড়ই নিষ্ঠুর। এসব জিনিস সহ্য করতে পারবেন তো?

ভাবছেন, প্রতিশোধ না প্রতিবাদই করবো। তাহলে আরো বড় বিপদে পড়তে যাচ্ছেন। এতক্ষণ তো শুধু নিজেকে বিপদে ফেলেছিলেন। এখন আপনার সমগ্র পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। অন্যায়কারীরা প্রতিবাদের জবাব দিতে গিয়ে আপনার একটা হাত বা পা ভেঙে পঙ্গু করে দিলো তারপর আয়-রোজগার করবে কে?

তা হলে কী বোবা হয়ে থাকবো? বোবা কেন হতে যাবেন। আমার অভিব্যক্তি জানতে চাইলে পাশের দেশের মাহাত্মা গান্ধীর অহিংসা নীতি অনুসরণ করুন। এই নীতি যদি ইংরেজদের হারাতে পারে তাহলে এরা তো পুঁটিমাছ মাত্র। মনে রাখবেন, আপনার জীবন রাউটারের মতো। এর উপর অনেকে নির্ভর করে আছে। সামান্য বজ্রপাতে নিজেকে নষ্ট হতে দেবেন না। সেই সময় সুইচ অফ রাখায় শ্রেয়।

ট্যাগ:
এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন