হোটেলে টিপস কত দিতে হয়?

হোটেলে গেলে বিব্রত হয়ে পড়েন ওয়েটারকে কত টাকা বকশিস দিবেন? তাহলে এই আর্টিকেলটি পড়ুন সব পরিষ্কার হয়ে যাবে।

আমাদের আগে জানতে হবে টিপস কখন ও কাকে দেওয়া উচিত। সব হোটেলেই আপনি চাইলে টিপস দিতে পারেন না। ধরুন রাস্তার পাশে একটা ভ্যানগাড়িতে সিঙ্গারার দোকান, তো এইখানে কি আপনি টিপস দিবেন? অবশ্যই না!

অবকাঠামোসম্পন্ন হোটেলে উন্নত কাস্টমার সার্ভিস দিলে তবেই বকশিস দেওয়া শোভা পায়। এখন বকশিসের অঙ্কটা অবস্থা ও অবস্থান উভয়ভেদে পরিবর্তিত হয়। বাসার সামনের হোটেলে নাস্তার দোকানে আপনি চাইলেও হাজার টাকা টিপস দিতে পারেন না। আবার হোটেল রেডিসন এ গিয়ে ১০ টাকাও ধরিয়ে দিতে পারেন না। মনে রাখবেন বকশিসের টাকা বিলের ১ চতুর্থাংশের বেশি না হওয়া বাঞ্ছনীয়। এতে বড়লোক প্রমাণ করতে অযথা নিজের পকেট ফাঁকা করে ফেলবেন।

সার্ভিস কিংবা খাবারের মান কোনোটাতেই আপনি সন্তুষ্ট না হলে সেখানে টিপস দেওয়ারই প্রয়োজন নেই। কিছু হোটেলে ওয়েটারদের আচরণ দেখলে মনে হয় তারা নয় বরং আমরাই তাদের জন্য চাকরি করছি। আর একটা কথা মনে রাখবেন বকশিসের পেছনে অতিরিক্ত ব্যয় না করে ঐ টাকা পথের কোনো অসহায়কে দিন। কেননা ওয়েটারদের বকশিসের অভাব হবে না। তারা তাদের মাসিক বেতনের চেয়ে বেশি আয় করে ঐ বকশিস দিয়ে। বকশিস তাদের একজন না দিলে তেমন কিছুই হবে না। কিন্তু পথের ওই অসহায় সাহায্যপ্রার্থী ব্যক্তির আপনার ঐ সামান্য দানের খুব প্রয়োজন।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন