লাখ টাকার জামাকাপড় কারা পড়ে?

বসুন্ধরা কিংবা বড় বড় শপিং কমপ্লেক্সে গেলে দেখতে পাবেন অনেক দোকানে কিছু জামার দাম বিশেষ করে মেয়েদের শাড়ির দাম লাখ টাকা বা তার আশেপাশে। এগুলো কাদের জন্য?

এইটুকু তো বুঝতে পেরেছেন যে এসব দোকানিরা আমার মতো সাধারণ আয়-রোজগারের মানুষদের টার্গেট করে পণ্য বিক্রি করে না। এইসব পোশাক সমাজের উচ্চবিত্ত শ্রেণির লোকেরা পড়ে। অনেকে সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করে এদের আয়ের উৎস খতিয়ে দেখা উচিত। প্রথমকথা হলো এটা সম্পূর্ণ একটা অযাচিত মন্তব্য। কারণ জামাকাপড় কেনা কোনো অপরাধ নয়। জামাকাপড় কেনার জন্য তাদের আয়ের উৎসের ইতিহাসেএ পেছনে পড়ে যেতে হবে এটা কেমন বিচার। দ্বিতীয়ত দেশে অনেক মানুষ আছে যাদের মাসিক আয় লক্ষ লক্ষ টাকা। তাদের জন্য এগুলো তেমন কিছুই না। তবে আমার ঐ সকল জামাকাপড়ের দামনিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ভোক্তা অধিকারের সম্প্রতি বেশকিছু এরকম শো-রুমে অভিযান থেকে বেরিয়ে এসেছে যে তারা এগুলো দেশেই উৎপাদন করে এবং ১০০-২০০ শতাংশ পর্যন্ত লাভ করে এগুলো থেকে। মানে এরকম এক দুইটা বিক্রি করতে পারলে মাসের শো-রুম ভাড়া উঠে যাবে। তবে আমার মতে যারা শুধুমাত্র পোষাকের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে তাদের এতোকিছু যায় আসে না যে প্রোডাক্ট কোথাকার বা দোকানি কত লাভ করছে।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন