সাকিবের ফোন নাম্বার হলো ফাঁস,সবাই বলছে কথা!

কি অবাক লাগছে তাই না? এত বড় মাপের একজন ক্রিকেটারের ফোন নাম্বার পাস হয় কিভাবে? আর ফাঁস হলে সব ডিটেলস পাব কোথায়?

এগুলো সব পাবেন আপনি ইউটিউবে। হ্যাঁ, আমি সত্যি বলছি। থাম্বনেইল বা youtube এর ভিডিও শুরুর আগে ভিডিওর উপর যে পোস্টারটি দেখা যায় সেখানে এরকম আজগুবি ও লোভনীয় কথা লিখে ভিডিও পোস্ট করে একদল ইউটিউবাররা। আমি এদের ইউটিউবার বলতে নারাজ। এরা প্রতারক।

ভিডিও থাম্বনেইলে এরকম চটকদার কথা বলে ভিডিওতে শেষে গিয়ে বলে শাকিব রহমান নামের এক মানুষের কথা। এই প্রতারকরা আপনার সময় ও মন দুটোই নষ্ট করল। এদের উদ্দেশ্য ভিউজ যা থেকে আসবে টাকা। বলতে পারেন এদেরকে ডিজিটাল প্রতারক।আমি মনে করি এরকম ক্লিক বেইট পোস্টার ব্যবহার করা অপরাধ। প্রশাসন যদি এই প্রতারকদের দুই একটাকে ধরে শাস্তি বা জরিমানার ব্যবস্থা নিতেন তাহলে এদের দৌরাত্ম কমে যাবে। এদের যন্ত্রণায় আজকাল ইউটিউবেও যাওয়াও মুশকিল হয়ে পড়েছে। এরাই কন্টেন্ট ক্রিয়েশন পেশাকে বদনাম করছে।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন