আইডি হ্যাক হয়েছে, এখন করণীয় কী?

সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা আমাদের আশেপাশে অনেকের মুখেই শোনা যায়। কিন্তু সামান্য ভুলের কারণে এই হ্যাকড অ্যাকাউন্ট আপনাকে সমাজের হাসির ও নিন্দার পাত্রে পরিণত করতে পারে।

আইডি হ্যাক হলে আগে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে তা হলো নিকটস্থ থানায় জিডি করা। এটা করা অত্যন্ত সহজ ও বিনামূল্যে হয়ে যাবে। এটা যদি করেন তবে আপনার আইডি হতে পরবর্তীতে যা কিছু হবে তার আইনি জটিলতা থেকে আপনি সহজে মুক্তি পেয়ে যাবেন। এরপর ভেবে দেখতে হবে ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি কি আপনার ফেরত না পেলেও কী চলবে কিনা। যদি মনে হয় অ্যাকাউন্টে অতি গোপনীয় তথ্য আছে যা ভাইরাল হলে বিপদ হবে তবে অতিদ্রুত ৪৮ ঘন্টার মধ্যেই পুনরোদ্ধারের জন্য চেষ্টা করে যেতে হবে। বর্তমানে দেশে অনেক এরকম এজেন্সি আছে যারা এই রিকোভারি সার্ভিস দিয়ে থাকে অর্থের বিনিময়ে। একটু খোঁজ করলেই তাদের সন্ধান পেয়ে যাবেন। তবে মনে রাখবেন আইডি রিকোভার করতে চাইলে অবশ্যই আইডির নাম, জন্মসাল, ইমেইল অ্যাড্রেস মনে রাখা প্রয়োজন। এটা আমি ফেসবুকের কথা বলছি, প্লাটফর্মভেদে রিকোয়ারমেন্ট ভিন্ন হয়ে থাকে।

অনেকের আইডি অনেক কিছুর সাথে লিংক করা থাকে। ফলে একটির এক্সেস হারালে বাকিগুলোর এক্সেস হারাবেন। আর হ্যাক হয় সাধারণত আমাদের গাফিলতির কারণে। লোভে পড়ে বিভিন্ন স্প্যাম লিংকে ক্লিক করা, পাইরেটেড সফটওয়্যার নামানো, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার না করা- হ্যাকিং এর অন্যতম কারণ। তাই সাবধানতাই আপনাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারে।

ট্যাগ:
এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন