শুধু বিপদ লেগেই থাকে? জেনে নিন সমাধান

বিপদ যখন পাওনাদারের মতো আপনার পিছনে লেগেই থাকে তখন নিজেকে বড্ড অসহায় লাগে। অবশ্য পাওনাদাররাও একেকটা বিপদ। সে কথায় আজ না যাই। আজ শুধু বিপদ নিয়ে করবো গবেষণা, জানব এর ঔষধ।

তো বিপদ অনেক রকমের হতে পারে। নিজের বিপদ, চারপাশের মানুষের বিপদ, সমাজের বিপদ কিংবা পাশের বাড়ির বিপদ। সবটাই মোকাবিলা করা জানতে হবে। আমাদের দেশে একটা সুন্দর সিস্টেম আছে। অথচ আমরা অনেকেই আছি এটি জানি না। আপনার আশেপাশে কোথাও আগুন লাগলে, কেউ আহত বা নিহত হলে, সন্ত্রাসীর কবলে পড়লে ফোন দিবেন ৯৯৯ এই নাম্বারে। এখন প্রশ্ন হতে পারে এই নাম্বার বাঁচাবে কিভাবে?

উত্তর হল এই নাম্বারে আপনি যখন ফোন দিবেন অপরপ্রান্তে থাকা ভাইটিকে আপনার সমস্যা জানাবেন। সে আপনার থেকে দ্রুত বিপদের তথ্য নিয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। আগুন লাগলে ফায়ার সার্ভিস, সন্ত্রাসী হলে নিকটস্থ থানা আর আহত-নিহত হলে অ্যাম্বুলেন্স। যত দ্রুত সম্ভব সেইখান হতে আপনাকে সাহায্যের জন্য আসবে। তবে একটা কথা মাথায় রাখবেন যদি দেখেন সামনে মরণঘাতী বিপদ আগে নিজেকে নিরাপদ করবেন। তারপর সাহায্যের জন্য কল করবেন।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন