‘অমুক নেতা’ আপনার প্রিয় অভিভাবক?

সহমত ভাই, সালাম ভাই, প্রিয় অভিভাবক, জ্বি ভাই বলতে বলতে মুখ ব্যাথা হয়ে যাচ্ছে? তবে এই আর্টিকেলটি একটু পড়ে দেখুন।

আপনার চারপাশে যদি তাকান এরকম বৈশিষ্টসম্পন্ন অনেক কিশোরকে পাবেন যাদের ধ্যান-জ্ঞান শুধু এলাকার বড় ভাই, সকালবেলা ঘুম থেকে উঠে এদের পড়ার টেবিলে নয়, পাওয়া যায় গলির মোড়ের চায়ের স্টলের বড় ভাইয়ের পেছনে। কোনো মিটিং মিছিল হলে দিনরাত পড়ে থাকে আয়োজনে। শেষে কি পায়? এক প্যাকেট মোরগ পোলাও, তাও আবার ডিম ছাড়া। এদের বড় ভাইদের কথা কখনো ভুল হয় না। বড় ভাইয়ের জন্য অনেক সময় তো এরা মারামারিও করতে নেমে পড়ে। দু-একবার হাত-পাও ভেঙে যায় তাতে কী হয়েছে বড় ভাই তো খুশি হয়েছে।

আরে মূর্খের দল, এই জীবনে তোমার মা-বাবা থেকে আপন আর কেউ নেই। বলো তোমার বড় ভাইকে তোমার সংসারের সারাজীবনের দায়িত্ব নিতে। দেখো তারপর থতোমাকে আর চিনবেই না। কার জন্য নিজের কৈশোর বিলিয়ে দিচ্ছো?

আমাদের মাশরাফি বিন মোর্তজা এক জায়গায় ঠিক এরকমই দাঙ্গা হয়েছিল তখন থামাতে গিয়ে খুব বাস্তবমুখী কথা বলেছিলেন। বিবৃতি করলে এরকম দাঁড়াবে যে নেতার জন্য আপনি আরেকজনকে মারতে চলে যাচ্ছিলেন সেই নেতা সূদুরে আরামে বসে আছে। অথচ এখানে আপনার উপর মার্ডার কেসের চার্জ আসলো, সেই নেতা কী আপনার জন্য কেস লড়বে না আপনার পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিবে?

কিছুই করবে না, কারণ ভাত ছিটালে কাকের অভাব হয় না। কথাটি যদি মাথায় ঢুকে তবে ভাবতে থাকুন, আর বাস্তবতার সাথে মিলিয়ে নেন।

ট্যাগ:
এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন