রাজনীতি: আসলেই কি গরীবের বউ?

আমাদের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ একটা কথা বলেছিলেন যে রাজনীতি এখন হয়ে গেছে গরীবের বউ। তার এই কথাটা কতটুকু সত্য?

এই কথার সত্যতা বের করার জন্য বেশি ঘাটাঘাটি করতে হবে না। আপনার চারপাশে তাকালেই হবে। দেখবেন বড় বড় নেতারা এখন সরাসরি নিজেরা মাঠে নামে না। তাদের হয়ে তাদের সমর্থকরা সব কাজ করে দেয়। নেতাদের শুধুমাত্র নির্বাচনী প্রচারের সময় সাধারণ মানুষ দেখতে পায়। বাকি সময়ে যেকোনো প্রকার কাজে তাদের সমর্থকদের পিছনে পড়ে থাকতে হয়। এই সমর্থকরা কারা? দেখবেন এলাকার যত বেকার, অশিক্ষিত যুবক সব এসে যোগ দেয়। নেতার কথায় উঠে আর বসে। নেতা ঐ সূদুর ঢাকা থেকে নির্দেশ দেয় আর তার বাস্তবায়ন এলাকায় করে তার সমর্থকরা। নেতা যদি বলে হাঙ্গামা করতে, তার সমর্থকরা লাঠি-ইট-পাটকেল নিয়ে তাই শুরু করে দেয়। অথচ সেই হাঙ্গামায় যদি কেউ মারা যায় কোনো নেতা না সেটার দায়ভার নিবে না লড়বে তার হয়ে মামলা। দিনশেষে একটা মামলা নিজের ঘাড়ে নিয়ে নিজের সম্পূর্ণ পরিবারকে পথে বসাচ্ছে এরা।


ছবি: bdnews24.com

এখন ঘরে ঘরে সবাই কোনো না কোনো নেতার ভক্ত-সমর্থক। এত কিছু করে কি পায় এরা? এক প্যাকেট বিরিয়ানি ও একটু ভাব। নিজের ক্যারিয়ার ও পরিবারের বারোটা বাজিয়ে কী শান্তি পায় এরা? সারাদিন মিটিং-মিছিল করে কী প্রমাণ করতে চায় এরা? নাকি স্বপ্ন দেখছে সেও একদিন বড় নেতা হবে? এই নেতা হওয়ার স্বার্থের পেছনে কি শুধুই জনসেবা? সবাই কী তাই গণহারে রাজনীতিকে নিজের ঘরের বউ করে আনছে?

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন