রাস্তার জ্যোতিষী যখন আপনার ভবিষ্যৎ জানে

আপনি যদি গুলিস্থানের ফুটপাত দিয়ে একদিন হাটা দেন দেখবেন কম হলেও 10 থেকে 12 জন পাথরওয়ালা জ্যোতিষী। এরা বলে দিতে পারে আপনার ভবিষ্যৎ, বদলাতে পারে আসন্ন বিপদ। কিন্তু এরা নিজেরা থাকে ফুটপাতে অভাবে, ভালো জামাও কিনতে পারে না। তাহলে এরা নিজেদের ভবিষ্যৎ কেন বদলাচ্ছে না?

বাংলাদেশের শুধু নয় ভারতেও এই বিভিন্ন রঙিন পাথরের ভাগ্য বদলানোর ক্ষমতায় বিশ্বাসকারী লোকের সংখ্যা কম নয়। আমি এমনও দেখেছি পাঁচ আঙ্গুলে পাঁচটা করে দুই হাতে দশটা আংটি পড়ে ঘুরছে। আসলে এইসব হলো প্রতারণার অন্ধকৌশল। অন্ধকৌশল বলতে কী বোঝাচ্ছি? মূলত এরা মানুষের অন্ধ বিশ্বাসকে কাজে লাগিয়ে তাদেরকে পাথর বিক্রি করছে। আরে যে মানুষ আপনাকে পাথর দিচ্ছে যাতে আপনি অনেক ধনসম্পত্তির মালিক হয়ে যান, সেই মানুষটার নিজের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন? সে তো নিজের চাইলেই ঘরে বসে টাকার পাহাড় বানাতে পারতো। এখন অনেকেই এখানে যুক্তি দেখাবেন সে মানবসেবা করছে। ওহে বৎস! মানব সেবা বিনামূল্যে হয় এরকম বকশিশ চেয়ে না।

আরো একটা যুক্তি অনেকে দেখাবে এই পাথর ওই ব্যক্তির উপর নিষ্ক্রিয়। আচ্ছা তো এক কাজ করেন আপনিও এই পাথর বেচা শুরু করে দেন। দেখেন পাথর বেচার কারণে আপনার নিজের পাথর বলবে,” না রে তুই মানব সেবা কর! আমি ঘুমাতে গেলাম“। সত্যি এই যুগে এসেও মানুষের এমন আজব যুক্তি হাস্যকর ও পাগলামি ছাড়া আর কিছুই না।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন