ব্যবসায়ীরা কেন ডিজিটাল হচ্ছে না?

মার্কেটে আগুন লাগলেই সব ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়ে কেন? আমি কিন্তু এর যথার্থ কারণ ও সমাধান খুঁজে বের করেছি।

এটা কখনোই সম্ভব নয় বাংলাদেশের সকল ব্যবসায়ী BBA/IBA তে পড়ে পরে ব্যবসা করতে নামবে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের পড়ালেখার গন্ডি স্কুল পর্যন্ত সীমাবদ্ধ। তারা পণ্য বিক্রি করতে জানে, কাস্টমার ধরে রাখতে জানে, সর্বোপরি লাভ করতে জানে। কিন্তু অর্থ ব্যবস্থাপনা, বিজনেস চ্যানেল উন্নয়ন ও ব্যবসার প্রসার সম্পর্কে ধারণা অত্যন্ত দুর্বল বেশিরভাগেরই। এগুলো একটা ব্যবসাকে দীর্ঘস্থায়ী করার জন্য অপরিহার্য। আপনি যদি কোনো ব্যবসায় ক্ষতিরও সম্মুখীন হন, খুব দ্রুতই আবার লাভের মুখ দেখতে শুরু করবেন এগুলো জানলে। কথা হলো এই বিষয়গুলো নিয়ে লেখা শুরু করলে বিশাল একটা বই লেখা যায়। আমি শুধু এখন কিছু সমস্যার কথা বলতে পারি।

ব্যবসায়ীদের সঞ্চয়ী হতে হবে। তাদের লাভের অর্থকে একটি খাতের পেছনে ব্যয় করলে হবে না। বিভিন্ন খাতমুখী হতে হবে। তাদেরকে পেমেন্ট ডিজিটালাইজেশনে যেতে হবে। এতে তাদের ব্যাংকের ঝামেলা কমবে ও হিসাবও সহজ হবে। অফলাইন চ্যানেলকে অনলাইন ও সফটওয়্যার নির্ভর করতে হবে। এরকম আরো অনেক বিস্তারিত বলা যেতে পারে। সমস্যাটা হলো আপনি কতটুকু বাস্তবায়ন করছেন। এখন যদি আপনার কাছে এগুলো ঝামেলার ও অবাস্তব মনে হয় আমার ধারণা আপনি আর দশ বছরের মধ্যেই নিঃস্ব হয়ে যাবেন। আপগ্রেডেশন প্রতিটা ব্যবসায়ের প্রধান অংশ – কথাটা মনে রাখবেন।

এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন