পয়সা ডাবল করে দিবে?

আপনি যদি আপনার চারপাশে একটু খোঁজ নিয়ে দেখেন এমন অনেককেই দেখতে পাবেন যারা ভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে বলে শোনা যায়। ঘরে বসেই তারা নাকি হাজার হাজার টাকা মুনাফা পাচ্ছে।

তো কি এই ইনভেস্টমেন্ট? কারা দিচ্ছে এই টাকা? আর ব্যবসাটাই বাকি মূলত কি?

এরা বিভিন্ন চাইনিজ প্রফিট অ্যাপের চক্করে পড়ে যারা আপনাকে বলে যে আপনি যদি ১০০ টাকা ইনভেস্ট করেন আপনাকে আমি ২০০ টাকা দেবো। এভাবে তারা আপনার থেকে এভাবে করে এক সময় এক লাখ টাকা ইনভেস্ট করাবে আর নিয়ে যাবে সব।এই আর্টিকেলে আমি এদের সম্পর্কে কিছু আপনাকে জানাবো।

এই ধরনের অ্যাপস গুলো যদিও আমাদের বর্তমানে নতুন মনে হল এদের প্রকৃত উত্থান ধারণা করা অনেক কঠিন। এই পন্থা আগে থেকেই সমাজে প্রচলিত ছিল। সেটা অ্যাপসের মাধ্যমে না হোক অন্য কোন মাধ্যমে।

এরা প্রথমে মানুষকে নিজেদের স্ক্যামের চেইনে আনার জন্য একটি অ্যামাউন্ট ইনভেস্ট করে। শহর মফস্বলে নিজেদেএ এজেন্ট সার্কেল বৃদ্ধি করে। আর যখন সবাই লোভে পড়ে বড় বড় অ্যামাউন্টের টাকা অ্যাপে দিয়ে দেয় তখনি এরা সবার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়।

মানুষ সব জানার পরও কেন ইনভেস্ট করে?

লোভ! এই লোভ জিনিসটা মারাত্মক ভয়ংকর। কথায় আছে না- লোভে পাপ, পাপে মৃত্যু। গ্রামের সহজ সরল মানুষ মনে করে তাদের আশেপাশের মানুষরা যেহেতু পাচ্ছে সেও লাভবান হবে। কিন্তু সাময়িক লাভের মরীচিকা তাদের সর্বস্ব কেরে নেয়।

পরিশেষে একটা কথাই বলবো, সর্বদা মনে রাখবেন কেউ যদি আপনাকে ১ টাকা দেয় সে আপনার থেকে ১০ টাকার সমমূল্য নিয়ে ছাড়বে। তা আজ হোক বা কাল।

ট্যাগ:
এই প্রবন্ধটি শেয়ার করুন
মন্তব্য করুন